উষ্ণ আবহাওয়ায় আপনার PC যেভাবে ঠাণ্ডা রাখবেন

উষ্ণ আবহাওয়ায় আপনার পিসি গরম হয়ে গেলে তা পিসির জন্য ক্ষতিকর। এক্ষেত্রে কিছু সতর্কতা ও পদ্ধতি অনুসরণ করে আপনি পিসিকে এই গরম আবহাওয়া থেকে রক্ষা করতে পারেন। চলুন জেনে নেই কি কি উপায়ে পিসিকে ঠাণ্ডা রাখবেন।

১) PC এর মধ্যে থাকা ধুলো-বালি নিয়মিত পরিষ্কার করুন   

২) CPU এর সার্ফেসে thermal paste লাগিয়ে নিন  

৩) আপনার  PC সিস্টেমকে জানালা এবং ভেন্ট থেকে দূরে রাখুন

৪) আপনার সিস্টেমকে ঘিঞ্জি জায়গায় রাখবেন না 

৫) এই গরমে ওভারক্লকিং করবেন না 

৬) পিসির কেস খোলা রাখবেন না

৭) প্রয়োজনে আপনার CPU কুলার আপগ্রেড করুন

৮) দরকার হলে কেসিং ফ্যান যোগ করুন

৯) আপনার সিস্টেমের পাওয়ার সাপ্লাই ফ্যান চেক করুন

১০) প্রয়োজনে Water-cooling কিট ইনস্টল করুন